মুগ্ধ নয়নে তাকিয়ে থাকো
কোন চিন্তার আধারে বদন
পাতলা ঠোঁটে হাসি রটে
কাঁপাও হৃদয় গগন
কখনো মুখে মেঘ জড়ো হয়
কখনো উঠে রোদ
তুমি শান্ত লাজুক সহজ সরল
আবার অগ্নি মাখা তোমার ক্রোধ
তুমি একলা থাকো আধার মাখো
কল্পনায় সাজাও সর্গ
তোমার জমানো যতো সুখ ও ক্ষত
কারে করবা উৎসর্গ
তুমি কেমন রহস্য যেমন
পাইনা তোমার সমাধান
গোলকধাঁধায় হারাই আমি
কবে দিবা আর পরিত্রাণ
মন খুলে সংকোচ ভুলে কইও কথা
আমি তো তোমার পর নই
নিজেকে এত আঁড়াল করো কেন
রহস্য মিটাও হে রহস্যময়ী