দূর দিগন্তের মেঘ হইও,
নীল আসমানের চিল হইও,
আমার কথা মনে হইলে
আবেগ নিয়ে পত্র দিয়ো।

নিশি রাতের শশী হইও,
পূর্ণিমার জ্যোৎস্না হইও,
অমাবস্যা ছুলে তোমায়
আমায় একখান পত্র দিয়ো।

দূর মোহনার তরী হইও,
কিংবা নদীর ঢেউ হইও,
তোমার বুকে উঠিলে ঝড়
আমার ঘাটে পত্র দিয়ো।

গভীর অরণ্যের বৃক্ষ হইও
অথবা সুন্দর ফুল হইও,
কেউ ছিঁড়িলে পাতা তোমার
আমার ঠিকানায় পত্র দিয়ো।

চাইলে তোমার মন দিও,
আমায় একটু অনুভূতি দিও,
যদি আমায় ভালোবাসো
প্রেম লিখিয়া পত্র দিয়ো।