ছুটছে মানুষ রক্ত চেপে,
রাস্তায় নামিছে সাঁজোয়া যান।
ঠাস ঠুস শব্দে কাপছে আকাশ,
ফুরাইলযে কারবা প্রাণ।
ক্ষিপ্ত পা গুলো দমছে না তবুও,
বাতাসে বইছে কাঁদুনির ধোঁয়া।
চোখ গুলোতে ঝড়ছে আগুন,
যেন এ আরেক ফাগুনের হাওয়া।
বিদ্রোহী কণ্ঠে বেড়েছে সজোড়,
প্রতিধ্বনি শুনি, সে মিছিলের স্লোগান।
রক্তচাপে বাড়ে হৃৎস্পন্দন,
"আর নয় নিশ্চুপ, অন্যায়ের বুকে আঘাত হান"।
তান্ডব করছে বঙ্গ বুকে,
দেশ মা এর চোখ অশ্রু লাল।
নিথর দেহ গুলো খাচ্ছে শকুন,
ঝড়ছে কত পুষ্প অকাল।
কে ডাকিলো এ রণকাল,
কে সে যে হৃদয়হীন।
সর্পের ছোবলে, মানুষ মৃত্যুর কবলে,
কে বাজাচ্ছে এ মরণবীন।
নেমেছে নবীন নেমেছে প্রবীণ,
কাপন জরিয়ে এ আন্দোলন।
রক্তের বদলে চাইছে বিচার,
হবে কী এ অন্যায়ের পতন?