প্রভাত এলে ঘুলঘুলিতে,
কত পাখি ডেকে যায়।
শুধু আমার গান পাখিটা,
চোখ খুলে না চায়।

ডাকে না সে ঘুমিয়ে গেছে,
বিরামহীন নিদ্রায়।
রোজ রাইতে ঝাপসা নয়নে,
চাহি তারে চঁন্দ্রায়।

কিবা ছিলো পাখির বয়স,
উরিলো মানলো না পোষ।
শূন্য খাচা পরিয়া রহে,
আর মনেতে আফসোস।

ডাকে না পাখি, কয়না কথা,
শুধু স্বপনে তারে দেখি।
সহসা মনে হয় এই বুঝি ডাকলো,
আমার ছোট মনি।

ওহে প্রভু কেন দিলে খাচা খুলি,
আমার পাখি গেলো উরি।
পাখিটা যে থাকতে পারে না,
মা-বাপেরে ছাড়ি।

প্রভু নিয়েছো তারে করেছো খালি,
আমার কোল খানি।
রাখিও তারে পরপারে যত্নে,
তার নয়নে জমে না যেন পানি।