আমি মেঘ পাঠাবো তোমার আকাশ পানে
তুমি ভিজিও তাতে অনুভুতির সুরো গানে
বর্ষনে ধুয়ে যাবে সকল অভিমানী অনুরাগ
বৃষ্টি শেষে আকঁবো আকাশে সাত রং এর সোয়াগ

হাতে তুলে দিবো কদম বৃক্ষের ফুল
হৃদয় থেকে মুছবো আমি,  করেছি যে ভুল
অনুভুতির কাতরে ভিজবে তোমার চোখের কোন
হাত বাড়িয়ে পুছে দিবো তোমার ভিজে লোচন

দেখো বৃষ্টি শেষে আকাশ হাসে,  তোমার মনে এখনো মেঘ
তুমি কী দেখোনা ভেজাচ্ছ আমায় তোমার ক্রোধের বেগ
থাক ভুলে যাও নাহ এত কিসের অভিমান
দেখো খোলা আকাশে বৃষ্টি শেষে, ভাসছে পাখির গান

তুমি কী দেখো নাহ তোমায় নিয়ে এ অবেলায় কবিতার আহ্বান
ছন্দে আদলে বৃষ্টির গানে ভাঙ্গাচ্ছি অভিমান
তবুও মনে এত অবুঝ দ্বিধা সংশয়
তুমি শুধু সবটা জুড়ে,  অহেতুক করো না তো ভয়

চলো পাখির মতই বিষন্ন ছিড়ে হই আবার সাথী
সন্ধা নামিয়ে নিড়ে ফিরি চলো জ্বেলে চন্দ্র বাতি