ওরা শিরোনামে লিখে,
নিখোঁজ সমাপ্তিতে।
ওরা আগামীতে আসবে বলে,
রইলো অতীতে।
ওরা স্বপ্নের সওদা করে,
নেয় অনুভূতি।
ওরা দুঃস্বপ্ন গচিয়ে দেয়,
ফেলে যায় স্মৃতি।
ওরা মরুর মরীচিকা,
কল্পনায় ওরা পূর্ণ।
ওরা বাস্তবে দুর্জন,
হৃদয় করে ক্ষুণ্ণ।
ওরা বুঝেনা প্রণয়,
তাদের লালসায় স্বার্থ।
ওরা ছলনার ছলা কলায়,
স্বার্থ করে প্রাপ্ত।
ওরা হৃদয়হীন মোহহীন,
ওদের থেকে উত্তম মরণ।
ওরা পাষাণ বোধহয় পাথরের,
ওদের সাধিলেই অশ্রুর ক্ষরণ।