কখনো পথঘাট, কখনো প্লাটফর্ম,
ময়লার কোলে সে লালিত।
কঠিন সমাজের, কঠিন দাবাড়ে,
সে ফুল হয় চালিত।

সুশীল সমাজ তারে আরচোখে চাহে,
নাকছিটকিয়ে করে তারে তুচ্ছ।
ফুটিবার আগেই গেলো ঝরে পরে,
কোমল সে ফুল গুচ্ছ।

ফুল ভাবে তার কি ভুল!
কেন সে স্নেহ হারা,
কি ছিলো তার পূর্ব পাপ,
এ গল্পের দুর্জন কারা?

আঁধারে কাঁদে সে রোজ,
পেটে খিদের মহাজোট।
দিনভরের নির্মমতা ঘনিয়ে,
সে নির্জনতায় গোনে যে চোট।

নেইকো বাবা, নেইকো মা,
ভাগ্য মেরেছে কপালে লাথ।
সমাজের চোখে ময়লা আবর্জনা,
সে ফুল এক অনাথ।