আমি সেই ভাঙ্গা তারা,
যার খসে পরায় সবাই ইচ্ছে সাধে।
আমি ইচ্ছে পূরণে ক্লান্ত ভীষণ,,
আমার গল্প হারায় নীরব আর্তনাদে।

আমার আলো চোখে বিধে,
তোমরা তো আলোর উজ্জ্বল বাতি।
তোমাদের আঁধারে লাগে ভয়,
অথচ আঁধার আমার সাথী।

তোমাদের মধুর মাহফিলে,
গড়ে সঙ্গী সাথীর মহল।
আমি দূর হতে তাহা দেখি,
শুনি তোমাদের গল্পের গোল।

এ আমি কেমন জানি,
সদা করি আত্মগ্লানি।
বর্ষনে বর্ষনে আর বর্ষে না অশ্রু বর্ষা,
শুকিয়ে গেছে নেত্র নদের পানি।

আমার আকাশ অনেক কালো,
জমেছে আফসোসের মেঘ।
হৃদয় গর্জে তবু হয়না বর্ষা,
দিনে দিনে বাড়ছে এ আবেগ।