তোমার আমার মিলনের মাঝে,
অদৃশ্য এক কারাগার।
তোমায় আমি কল্পনায় লিখেছি,
আমার করে বহুবার।
যোগ্যতার লৌহ কপাট,
ভাঙ্গিবার নেইকো সাধ্য।
সাধন ভুলে বাঁধন ছিড়েছি,
আবেগের সাথে করে যুদ্ধ।
হৃদয় জ্বলে তোমার তরে,
যখন স্বপনে আসে তোমার মুখ।
পরক্ষণেই ভাবি, তুমি অনেক দামি,
আমার কপালে নাই এত সুখ।
কেনইবা এলে কোনবা ভুলে,
বাঁধিলে মায়ার বাঁধন।
ভাবিলে না নিয়তির পরিণতি,
নয়নে দিলে রোদন।
তোমায় যতবার করেছি আঘাত,
তত বারই ঝরেছে আমার রক্ত।
তুমি ভেবেছো পেয়েছি নতুনত্ব
আসলে অযোগ্য আমি, তাই এ দূরত্ব।