অহংকার সে তো পশুর অলংকার,
মানুষের থাকবে কেন সে গুণ?
নির্বোধের ন্যায় দম্ভ দেখায়,
করে মনুষ্যত্বকে খুন।

সম্পদের জোরে সোরে,
করে মানব অহংকার।
চোখ বুজিলেই নিঃশ্ব সব,
মূল্যহীন এ জগৎ সংসার।

রুপের লাবণ্যোর বড়াই করে,
কটু কথায় মানুষকে করে নিচা।
এ সৌন্দর্য নয় চিরকালের,
চকচকে লোহায়ও ধরে মরিচা।

মানুষ হয়ে মানুষ কাঁদায়,
করে দুর্ব্যবহার।
মানবতা নেই এদের,
আছে শুধু অহংকার।

মানুষ আমরা মানুষ হই,
অহংকার করি বর্জন।
করি সদা সুন্দর ব্যবহার,
মনুষ্যত্ব করি অর্জন।