অযাথা অভিমান গড়েছে কত,
অবহেলায় কমেছে পরস্পরের গুরুত্ব।
অভিযোগের দেয়াল গেঁথে গেঁথে,
বেড়েছে কত দূরত্ব।

অহম বাড়িয়ে সীমা ছাড়িয়ে,
পরস্পরকে করে ক্ষুদ্র।
"আমি বলবো না কথা আগে" এই জেদে
সম্পর্ক করলো ছিদ্র।

ভুল বুঝার খুটি গাড়িয়া,
তাতেই দিলো সন্দেহের ভিত।
ভুল চিন্তার প্যাচ কষে মন,
না খুলিয়া দ্বিধার গিট।

এরে ওরে চেয়ে তাকিয়ে,
সঙ্গীকে বানাতে চায় আয়না।
নিজেদের ছবি তুচ্ছ করে,
শোনায় অন্যদের ছবির বায়না।

এভাবেই ভাঙ্গে সুন্দর সম্পর্ক,
লিখে মন মানসিকতার ভেদ।
অভিযোগ অভিমান বড় করে,
সুন্দর গল্পে টানে বিচ্ছেদ।