তুমি এলে,  গেলে চলে,
জানিনা কি ভুলে।
দিলে কিছু স্মৃতি,
চরিয়ে অভ্যাসের শূলে।  

নিন্দ্রা জাগরণে সকাল ক্ষণে,
দেখিনা তোমার বার্তা।
মনে পরে তোমার শাসন,
যেন তুমি  আমার কর্তা।

মধ্য দুপুরে তোমার সুরে,
গানে গানে হয়না কথা।
তুমি গেলে আর আমায় দিলে,
এমন আবেগী প্রথা।

গোধূলির সাঁঝে আধার মাঝে,
চোখেদের হতো দর্শন।
তুমি নও আর আমার,
তবে কেন এখনও এমন আকর্ষণ।

আমি পারিনা মুছিতে তোমার নাম,
তোমারে ভাবিলে দীর্ঘ হয় নিশ্বাস।
বদলে গেলো তুমি আমি সব,
বদলাইলো না আমার অভ্যাস।