আমাকে ভুলে গিয়েছো,
ভালো তবে ভুলে থাকো।
স্মৃতির ক্যানভাসে খুব যত্নে,
অপ্রয়োজনীয় কোষে আমায় আঁকো।
মনে রাখবার মতো তেমন কেউ নই,
না হতে পারিবো, তা ভালো জানি।
তবুও যদি ভাগ্য বদলায়,
এমন আশারা দিতো হাতছানি।
আমাকে ভুলতে পারাটা কঠিন কিছু নয়,
ভুলে থাকা খুবই সহজ।
আমি হারালেও কেউ খুঁজবে না,
বলবে না কেউ, আমি নিখোঁজ।
চাইলে কি আর হওয়া যায় স্মরণীয়,
অর্থ থাকিলে আসে অমরত্ব।
নয়তো সম্পর্ক হয় দূরসম্পর্ক,
পলকেই বেড়ে যায় কত দূরত্ব।
থাক তবে থাকলাম না মনে,
তোমাদের মূল্যবান স্মরণে।
হয়তো সেথায় অন্য ছায়া,
আমিও ছিলাম সেথায় কোনো এক ক্ষণে।