ডাকবাক্সটায় ধরেছে জং,
ডাকপিয়ন হয়েছে বৃদ্ধ।
সময় গিলেছে সব কিছু,
বিলীন চিঠির শব্দ।

হয়না বিক্রি সাদা কাগজ,
কেনে না কেউ রঙ্গিন খাম।
ইতি হয়েছে সেই কবেই,
লেখা হয়নি আর প্রিয় নাম।

দূর হতে আসে না চিঠি আর,
হয় না করা অপেক্ষা।
যুগের সাথে বদলালো সব,
সময় দিলো কি দীক্ষা।

চলো ফিরাই সেকাল একালে,
আবারও লিখি অনুভূতি।
পূণর্জীবিত হোক অতীত স্মৃতি,
লিখি চলো চিঠি।

প্রিয়,
চলো আধুনিকতার এ ধ্বংসাত্মক নিয়ম করি উপেক্ষা,
তুমি করো আবারও সে যুগের প্রেমিকার মত অপেক্ষা।
আমি লিখবো চিঠি সাজিয়ে শব্দ চয়ন,
পাঠাবো তোমার ঠিকানায় নতুন ডাকপিয়ন।

ইতি
বিষন্নতার কবি