কাঁদিয়া কাটিলো লুকায়ে লুকায়ে,
হিসাব বিহীন কয় রাত।
হৃদয় মোর জখম হইলো,
আঘাতে কথার করাত।

তোমরা চিনলে নষ্ট আমিকে,
খুঁজিলে না তার কারণ।
স্বাদে কি মন করেছে মরন,
নিঃসঙ্গতা করেছে বরণ।

কষ্টও হয়, আমারও ভয়,
পাইয়াও যদি না পাই।
মরীচিকা যদি ধরে তবে মোরে,
মরুঝড়ে যদি যাই হারাই।

স্মৃতি যদি ধরে কারো মায়ার তরে,
চোরা বালি হয়ে দেহ নেয় গিলে।
যদি আমি উন্মাদ হয়ে,
কাউকে খুঁজি আকাশনীলে।

আমি চাইনা এ ক্ষণিকের খাতির,
যাতে নেই আমার অক্ষর।
চাইনা সে দলিল খানা,
যাতে লেখা অন্য স্বাক্ষর।