কিসের এত দম্ভ তোমার?
জীবন তো এক লেশ।
তুচ্ছ এই শরীর তোমার,
যানের চাপায় শেষ।

কার কারণে গড় তুমি?
পাপ কর্মের পাহাড়।
নিঃশেষে সব যাবে ভুলে ,
পাবে দুর্নাম উপহার।

সময় থাকতে আসো ফিরে,
সৎ কর্মের পথে।
সফল তুমি হবেই হবে,
যদি তা থাকে ললাটে!

জন্মেছো যখন মানুষ হয়ে,
ফুরাবে জীবন বায়ু।
ফুরিয়ে যাবার আগে বাঁচো,
উপভোগ করো জীবন আয়ু।

উপর আলার প্রিয় হও,
মানুষ তো হয় বেইমান।
দুনিয়া যাক ভুল পথে,
তুমি ঠিক রাখো ইমান।

মূদ্রা, চন্দ্রা মুখো তোমার,
সব ক্ষণিকের অলংকার।
অহংকার কে করো বর্জন তুমি,
করো নিজেকে সংস্কার।