নারী তুমি কখনো মা, কখনো বোন,
কখনো বন্ধু কখনো জীবনের অংশ।
কখনো কারোর মায়া প্রেমিকা,
কখনোবা কারো জীবনের ধ্বংস।
হে নারী যখন তুমি কারো মা ,
তখন মমতার দেবি।
হাত দুটিতে আঁকো তুমি,
সন্তানের সুখের ছবি।
যখন তুমি বোন হও,
মায়ের পরেই তোমার স্থান।
আগলে রাখো পরিবারকে,
তুমি ভাইদের হও প্রাণ।
যখন তুমি বন্ধু হও,
চিরন্তন পথচলার সাথী।
যত্নে রাখো প্রতি পদেই
সুখে দুঃখের মালায় গাঁথি।
যখন তুমি প্রেমিকা হও,
পুরুষের শখের নারী।
অনুভূতির আবেশে জরাও তারে,
হও তার স্বপ্ন চারি।
যখন হও বউ তুমি,
সামির শ্রেষ্ঠ সম্পদ।
তোমার হাতে বুনো পরিবার,
সংসারে আনো আমোদ।
কিন্তু যখন নারী ব্যাভিচারি,
বেইমান, লোভী কিংবা মমতাহীন হিংস্র,
তখনই সে আনে প্রলয়,
সে নারী করে সব ধ্বংস।
নারী বললেই হয় না নারী ,
নারী হইতে লাগে ধৈর্য।
হৃদয়ে থাকতে হয় ভালোবাসা,
নারীর অর্থ - স্নেহ, মমতার মাধুর্য।