ভেবেছ কি পাবে মুক্তি,
মানুষের হৃদয় করে খালি,
আকাশে ছিটিয়েছ যে ধূলো,
তা হবে তোমার চোখের বালি।

ভেবেছ কি পাবে মুক্তি,
দিয়ে অহেতুক যুক্তি,
আর কতদিন বাঁচবে তুমি,
হবে শেষ এ অপশক্তি।

ভেবেছ কি পাবে মুক্তি,
করে নিরীহ দের অত্যাচার,
একটু ধরো ধৈর্য,
হবে তোমারও বিচার।

ভেবেছ কি পাবে মুক্তি,
করছ এ অপকৃতি,
পাপের ফল কি হয়েছে,
ভুলেছ কি সে স্মৃতি।

ভেবেছ কি পাবে মুক্তি,
করে অন্যায় জুলুম,
জালিমের দিন ফুরাবে,
রাখিও তা মালুম।

ভেবেছ কি পাবে মুক্তি,
অর্থ, ক্ষমতাকে করে ভক্তি,
পরিশেষে শুধু পাবে সাদা কাপড়,
পাবে না তুমি বা কেউ মুক্তি।