তুমি চলিতেছো ভুল পথে,
নিজেকে করিতেছো ক্ষয়,
এইভাবে চলাচল নেহাৎ বোকামি,
শুধুই আবেগের অপচয়।
তোমাকে চলিতে হইবে অতীত,
স্মৃতি, পিছুটানের বিরুদ্ধে,
ভাবিতে হইবে আবেগ অনুভূতি ছিলো,
তাহার যোগ্যতার উর্ধ্বে।
যাহা বুঝিবার সাধ্য আছিলো না,
কোনো ভাবে, কোন কালে,
ছেড়ে দাও সেই পিছুটান,
আর বেঁধো না মায়া জালে।
হয়তো তুমি ভাবিতে পারো,
তুমি করিয়াছো উৎসর্গ অনুভূতি,
আসলে ভাবিয়াছো ভুল,
ইহা জুলুম করিয়াছো, নিজেই নিজের প্রতি।
জীবন এখনো আছে বাকি,
গন্তব্য আরো বহুদূর,
তুমি নতুন করিয়া বাঁধো,
জীবন গানের সুখ সুর।
সে গানে দাও বাস্তবতা,
আর একটু কল্পনার বাদ্য,
পরিশেষে শুনবে সে সুরো গান,
যার থাকবে শ্রবনের সাধ্য।