মানুষ তো হইলাম সবে,
মান হুশ হবে কবে।
আর কবে এ গরম রক্ত,
একটু শীতল হবে।

কবে দিবে শিক্ষার আলো,
আমাদের শিক্ষা গৃহ।
এ সমাজের শিক্ষিত চেয়ে,
মূর্খ থাকাই শ্রেয়।

কবে হৃদয় নরম হবে,
থাকবে মায়া মমতা।
কবে বলো বন্ধ করবে,
হিংস্রতার এ ক্ষমতা।

কবে বলো শিক্ষা হবে,
হবে কবে শুদ্ধ।
অন্যায় হবে ন্যায় কবে,
থামবে কবে যুদ্ধ।

কবে বলো থামবে তাঁরা,
ঝড়বে না আর রক্ত।
কবে এ জাতি হবে প্রতিবাদী,
অন্যায়ের তরে হবে শক্ত।

কবে মানুষ হবে স্বাধীন,
দূর্বলেরা জিতবে যুদ্ধ।
কবে সবে মুক্ত হবে,
মৃত্যু উৎপাদন হবে বন্ধ।