আচ্ছা তোমরা এমন কেন?
রঙ্গের মুখোশ মুখে।
মানুষের হৃদয় ভেঙ্গে চুড়ে,
থাকো বড্ড সুখে।

অনুভব হয়না অনুভূতি?
এ কেমন বিবেক? যার নেই অনুতাপ,
কিভাবে আসে নিদ্রা চোখে?
করে এমন পাপ।

মিছা বাক্যের সওদা করো,
প্রণয় দেখিয়ে বেচো যন্ত্রণা।
অলি-গলিতে বাজার বসাও,
স্বজনের সহিত করো প্রতারণা।

আদৌও কি মানুষ তোমরা?
তবে মুখে কেন এ মুখোশ?
ভেবোনা এটাই আনন্দ তোমার,
অচিরেই করবা আফসোস।

জানো তো কর্মের এক ধর্ম,
যতো করিবা, পাইবা ততো।
অন্যকে করা আঘাত গুলো,
একদিন তোমাদের দিবে ক্ষত।