যন্ত্র করেছে দখল সকল,
শ্রমিকদের পেটে লাথ।
কল কারখানার কলরবে,
প্রকৃতির গানে ব্যাঘাত।
চারপাশে ধোঁয়াতে আঁধার,
অম্ল মিশ্রিত শ্বাসের বায়ু।
জ্বলছে মানবের হৃদপিণ্ড,
ফুরাচ্ছে জীবনের আয়ু।
নদীর জলে কাটছে সাঁতার,
কারখানার বিশাক্ত বর্জ্য।
পানি করছে শোষণ, দূষণ,
এর চেয়ে বিশও বুঝি ভোজ্য।
খাটছে কামলা জীর্ণ হাতে,
মালিকে পাচ্ছে সুখ।
উৎপাদন হচ্ছে মৃত্যু কলে,
কালেই নামবে দুখ।
কারখানার কারাগারে,
জীবন করছে কবজা।
যন্ত্রের নেশায় মানুষ মুগ্ধ,
ভাঙ্গবে কে এ মৃত্যুর কলকব্জা।