আজ মেঘ উঠেছে আকাশ পানে,
ধান খেত বাতাসে দোল খায়,
দূর মোহনায় মাঝি ভাইয়ে,
হেলিয়া দুলিয়া ডিঙ্গি বায়।
কালো সাদা ধূসর রং এর,
কত যে মেঘ উরে,
যেন তাদের উৎসব ছেয়েছে,
আজ আকাশ ঘিরে।
ছেলে পুলে বাতাস পেয়ে,
আকাশে ছাড়ছে ঘুড়ি,
মন কয়, যদি পারতাম উড়তে,
যাইতাম মেঘের বাড়ি।
পুচকের দলে আল বেয়ে,
ছুটছে যেন তারা পাখি।
মন চায় আমিও ছুটি ওদের সাথে,
হই তাদের আনন্দের সাথী।
হাওয়ার তালে ধান পাতা দোলে,
যেন উঠেছে তাতে স্রোতধার,
কোন শব্দে করবো এর বর্ননা,
হয় না বর্ননা এ মুগ্ধতার।
আলো গিলে আঁধার বাড়ে,
মেঘেরা করছে গর্জন,
সুরে সুরে দূরে হতে,
পখিরা করছে গুনজন।
আমি একা করছি সব অনুভব,
শীতল হাওয়াতে শরীলে দিচ্ছে কাটা,
যেন কত যুগ হতে তৃষ্ণার্তক দেহ মোর,
চাইছে বৃষ্টি ফোটা।