মাগো হারিয়েছে সব সুখ,
যেদিন হারিয়েছি, তোমার কোলের উষ্ণ আদর।
তোমার মতো কেউ বোঝেনি আমায়,
করেনি কেউ কদর।
মাগো হারিয়েছি এ বিষাক্ত জনপদে,
এখানে স্বার্থের হাজতে জনগণ।
তোমার মতো বাসেনা ভালো,
বড্ড নিষ্ঠুর এ ভুবন।
আজ দীর্ঘশ্বাসের বাষ্পে জমেছে মেঘ,
বর্ষণে ঝড়ে স্বপ্ন আশা।
ব্যর্থ আমি সফল ক্ষণে,
সবার কাছে এক তামাশা।
একাকীত্ব ভীষণ খারাপ,
আধার ঘিরে ধরে, তন্দ্রা নাহি চোখে।
রাত গড়ায় অভিযোগ লিখে, লিখে,
কংক্রিটের জীর্ণ বুকে।
মা হঠাৎ হারিয়ে গেলে অচিন পথে,
রেখোনা অভিযোগ।
বলতে চেয়েছি হৃদয় পীড়াদের,
তবে পাইনি মা সে সুযোগ।