হে মা জননী, তোমার ঋণ শোধ নয়কো সোজা,
তুমি সেই যে বয়েছিলে আমায় ১০ মাস ১০ দিনের বোঝা।
বরণ করে মরণ ব্যাথা, দেখাইছো পৃথিবীর আলো,
তুমি মা ভাবোনি নিজের কথা, আমার জন্য খুঁজেছ ভালো।
মন যে তোমার ভরতো মাগো, দেখে আমার হাসি,
কোলে তুলে বলতা আমায়, 'ময়না টাকে ভালোবাসি'
আমি না খাইলে খাইতা না তুমিও খানা,
অবুঝ আমি, দিয়েছিযে কত শত যন্ত্রণা,
তবুও কখনো করোনি রাগ বা অভিমান।
কোলে সুয়ায়ে শুনাইতা মা, ঘুম পারানির গান।
রাত্রি জাগিতা শিওরে বসে, যখন আমি জ্বরে কাবু,
কাঁদিয়া কাঁদিয়া বলতা তুমি " সুস্থ করো হে প্রভু "
তোমার উপরে অভিমানে যখন, থাকিতাম না খেয়ে,
তোমার আদুরে ডাক গুলোতে, অভিমান যেতো ধুয়ে।
আব্বা আমার ক্রোধের মাঝে, তুমি ছিলে দেয়াল,
তোমার মত যত্ন করে, রাখেনি তো কেউ খেয়াল।
নিঃস্বার্থ তুমি মা, শত বায়না করেছো যে পূরণ,
খোদা বুঝি তোমার হৃদয়ে, সকল মমতা করেছে প্রেরণ।
মা তুমি শ্রেষ্ঠ, তোমার পায়ে, জন্নাত সবের খনি,
হয়নি বলা ভালোবাসি খুবি, তোমাকে মা জননী।
(কবিতাটি ভালো লাগলে মন্তব্য করবেন অবশ্যই)