কে টানিলো তোদের মাঝে,
ভেদাভেদের দেয়াল।
মানুষ হইয়াও মানুষের তরে,
হচ্ছিস কেন রে ভয়াল।
কিসের ধর্ম কিসের বর্ণ,
কিসের জাত পাত।
কালা ধলা সব মানুষ তোরা,
অন্যকে কেন করিস আঘাত।
সালাম, শ্রদ্ধা করার আগে,
পেশা কেন রে মাপিস।
কেন রে তুই শ্রেষ্ঠ হয়ে,
অন্যকে তুচ্ছ ভাবিস।
কিসের এ গৌরব তোদের,
মস্তিষ্ক কি তোদের মাপার যন্ত্র।
কে শিখিয়েছে তোদেরকে এই,
ভেদ বিচারের মন্ত্র।
মুদ্রার জোরে অন্যায় বানাও ন্যায়,
রক্তের জোরে করো অপকর্ম।
প্রভুর দাসত্ব মানো না কভু,
মানুষকে চেনাও ধর্ম।
ধনী গরীব মিলে আমরা,,
ফেরারে তোদের হুঁশ।
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান,
সবাই এক মানুষ।
চলরে নবীন চলরে প্রবীণ,
চল মিলে গড়ি নতুন পৃথিবী।
ছেড়ে ভাষা, পেশা, জাত পাত,
হই শুদ্ধ মানব মানবী।