আমি দূর হতে শুনি সে সুর,
আহা কি তার মায়া কণ্ঠ!
কে যেন ডাকে ওই বহুদূর,
চঞ্চলতা বাড়ে হৃদয় হয় অশান্ত।

কে সেই সুরের গায়িকা,
কেবা বাজায় বাদ্য যন্ত্র,
সে কি নক্ষত্রের নীহারিকা?
এ কেমন মায়ার মন্ত্র।

শুনিয়া সে সুরো ধ্বনি,
হই আমি তন্ময়।
যত শুনি ভাঙ্গে হৃদয়,
উঠে বুঝি প্রলয়।

কে গায় সে গান,
কার সুরে এত মায়া,
আমায় ডেকে যায় দূর হতে,
ওই দূরে কার ছায়া।