সে রয় মস্তিষ্কের এক ভাগে,
যেন সাদা কালো স্বপ্ন।
তারে স্মরণে কাটে প্রহর,
তারে ভেবে মগ্ন।

তাহাকে চাই ছুঁতে,
নানান গড়া অজুহাতে।
গুনতে চাই তারার আকাশ,
জ্যোৎস্না রাঙ্গানো এক রাতে।

তারে দেখিলে তন্ময় হয় চোখ!
যেন তৃষ্ণার্তের মিটে তৃষ্ণা।
তাহার প্রতি এ প্রীতি আমার,
হয়না যে তার তুলনা।

আমার ভালো লাগে তারে ভাবিতে,
তার স্মরণে মুচকি হাসিতে।
নির্ঘুম রাতে চোখ বুঁজে,
স্বপ্নে তারে সাজাতে।

তবে জানি পাবো না তারে,
তার হৃদয়ে হবে না আমার আশ্রয়।
তবুও আমি সাধিব তারে,
সে বাস্তবে নয়, কল্পনায় সে রয়।