আধো বুজা দু চোখ,  জোর ভ্রু,  
কাজলে আকা টিপে সাঁজানো তোমার কপাল।
আমি যেন মুগ্ধ এক শিকার,
আর তুমি বিছিয়েছো এ মায়াজাল।

তোমার মুগ্ধ চোখে পলক ফেলা,
আহা কী মায়া চাহনি।
থমকে দেয় মহূর্ত আমার,
বশ করে হৃদয় খানি।

গোধূলি বিকেলের আকাশে তাকিয়ে,
তোমার ওই অন্যমনষ্ক ভাব,
আমি হা করে দেখি শুধু,
মনে সাজাই শত খোয়াব।

তোমার গোলাপ লাল দুটি ঠোঁট,
বাকানো মুচকি হাসি,
তোমার সরল কন্ঠে বাজে সুর,
যেন চঞ্চল রাখালের বাশি।

তোমার শ্যামা মুখের মায়া বড়,
যেন আসমানী পরির রূপ,
আবার মনে হয় হঠাৎ হঠাৎ,
সুখ তারাটার নিয়ন কুপ।