বিশ্বাস করো কবিতা,
আমাকে মুগ্ধ করেছে তোমার দুই নেত্র।
আহা কি গভীর সে দু চোখ,
যেন তাতে আঁকা কত শত নক্ষত্র।
দীঘির জলের মত টলটলে,
দু নয়নে জল ছল ছল,
সহসা চাইয়া দেখিলে,
এ বুঝি ঝরনার আদল।
পাতা গুলো টানা টানা,
পাপড়ি বোধহয় পাখির পেখম।
তাকিয়ে যখন ফেলো পলক,
মনে ভাসে অবাক ভ্রম।
ভুরু দুটি আমার খুবই প্রিয়,
যেন শিল্পীর আঁকা ছবি।
কপাল মাঝে মিলেছে দুটি,
ছন্দ মিলায় যেমন কবি।
আবার যেদিন মায়া চোখে,
যত্নে আঁকো কাজল।
অপূর্ব সে চোখ দুখানা,
হৃদয় করে দখল।