আমি নই তোমার হাতের সে প্রদীপ,
যাকে নেভাবে বার বার,
আমাকে এসো না নেভাতে প্রিয়,
তবে জ্বলে হবে ছারখার।
আমি নই সে কাঁদো নয়ন,
যে করবে শুধু অশ্রুপাত।
আমাকে চেয়ো না ভাঙ্গতে,
আমিও জানি প্রতিঘাত।
আমি নই জরো জীব,
বা ভেবো না নির্বাক বৃক্ষ,
যদি করো ছলনা,
তবে নামাবো দুর্ভিক্ষ।
আমি নই প্রণয় কাতর,
না এত দূর্বল মোর হৃদয়,
যদি তুমি চাও মোর ধ্বংস,
তো আমি দিবো প্রলয়।
আমি নই আবার প্রিয়,
মানবীয় আবেগের উর্ধে,
আমিও চাই সত্য প্রণয়,
শুধু মিধ্যা অনুভূতির বিরুদ্ধে।
আমি হতে চাই না সহানুভূতি,
হতে চাই একজনের অনুভূতি।
থাকতে চাই নাহ কারো হৃদয়ে,
হাজারো মানুষের ভিড়ে।
থাকতে চাই তাকে নিয়ে,
যার অনুভূতি সব আমাকে ঘীরে।