এপিটাফে কি লিখবে,
আমাকে কত ভালোবেসেছিলে?
নাকি লিখবে অবহেলা,
যেখানে উপেক্ষা এসে মিলে?

কি লিখবে শেষ চিঠি?
যার কালি অশ্রু জল।
নাকি তখনও খুঁজবে তুমি?
অযুহাত, বাহনা, কোনো ছল।

বিদায় বেলায় আসবে কি তুমি,
ধরবে কি একটু দেখার বায়না?
নাকি তখনও পাথর হৃদয় তোমার,
চোখ দুটি আর দেখতে আমায় চায় না?

সমাধি প্রাঙ্গণে আসবে কী তুমি,
স্বরণে ঝড়বে কি চোখের পানি?
আমার তরে চাইবে দোয়া,
উঠবে কি তোমার হাত দুখানি?

হঠাৎ কোনো বিষাদ বেলায়,
আমাকে করবে কী স্বরণ?
নাকি তখন ভুলবে সবই,
নতুন কে করবে বরণ?