হয়নি জানা নাম খানা তার,
কে বা ছিলো সে।
তার চোখের মায়ায় মরেছি,
শ্যামা বর্ণের সে মেয়ে।
হঠাৎ সহসা, হয়েছিলো দেখা,
নিদান ভাগ্য দোষে।
স্মৃতিতে আজ তাহার নিবাস,
আমি পুড়ি আফসোসে।
সরল মুখের মৃদু হাসি,
তার সে চোখের চাহনি।
আজো খুবি যত্নে আছে,
তার তরে লেখা চিঠি খানি।
কেন করিনি সেই চিঠি প্রেরণ,
কেন বলিনি ভালোবাসি।
এক পলকেই হারিয়ে গেলো,
মন করিলো উদাসী।
কত প্রান্তে খুঁজেছি তাহারে,
পাইনি সে শ্যামা মুখ।
ভুলিনি সে মহূর্ত গুলিকে,
আজো খুঁজি সেই দুই চোখ।