কেউ আসো বৃষ্টি হয়ে,
নিভিয়ে দাও মোর ক্রোধ।
কেউ আসো কথা হয়ে,
দূর হোক নিস্তব্ধতার বোধ।
কেউ আসো ভালো বেসে,
আমাকে দাও গুরুত্ব।
কেউ আসো অধিকার হয়ে,
হও শুধু আমার একান্ত।
কেউ আসো হাসি হয়ে,
ঔষধ হও এ কষ্ট শূন্যতার।
কেউ আসো ভরসা হয়ে,
উপশম হয়ে এ ব্যার্থতার।
কেউ আসো চাঁদের মতো,
আঁধার রাতের আলো।
কেউ আসো প্রেয়সী হয়ে,
আমায় বাসো ভালো।
কেউ আসো নতুন ভোরে,
জীবনকে দাও গুছিয়ে।
কেউ এসো উত্তর হয়ে,
প্রশ্ন গুলো দাও বুঝিয়ে।
কেউ আসো অপেক্ষা ভেঙ্গে,
শুধরিয়ে দাও সব ভুল।
কেউ এসো স্থায়ী হয়ে,
হৃদয়ে ফুটুক ফুল।