কুয়াশার শিশিরে এক রাতে,
স্টেশনে বসে ছিলো একটি মেয়ে।
আনমনে ভাব ছিলো কি যেন,
ল্যাম্প পোস্টে তাকিয়ে।
কে সে কি নাম তার,
সে কি মানবী নাকি দেহ হীন।
গভীর এ আধারীতে,
কে সে এই অচিন।
নাকি সে রাতের দেবী,
দেহের বদলে করে উপার্জন।
কিসের জন্য তার এত অপেক্ষা,
আসবে কি কোনো স্বজন।
এই শহরের গল্পে গল্পে,
কত যে বিষণ্ণ চরিত্র।
এই মেয়েও বুঝি দিয়েছে যোগ,
বিষাদ বুঝি এর মিত্র।
হঠাৎ করে তাকিয়ে দেখি,
কেউ নেই, ধু-ধু শূন্যতা চারিদিকে।
আজো ভাবিলে কাটা দেয় দেহে,
সেই রাতের সে মেয়েটি কে?