পঁচার ডোবার পুকুর পারে,
মোনা একা বসে, করছিলো যেন ধ্যান।
কানটা ধরে জিজ্ঞেস করলাম,
স্কুল ফাঁকি দিয়ে, এখানে বসে ক্যান।

দুচোখ মোনা হাতায় মুছে,
কইলো- "বড় ভাই,
অসুন্দর মানুষ কি মানুষ নারে,
কালার কি কোনো দাম নাই"?

জিগাইলাম ওরে,
এই কথা কেন রে?
কি হইছে খুলে বল,
কে তোরে কি বলছে আমারে নিয়ে চল।

মোনায় কইলো, "দুঃখ হয় ভাই
আমি যে কুচকুচে কালো,
পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন,
সবই করে তুচ্ছ আর তাচ্ছিল্য"।

"ভালো করে কেউ নামটাও ডাকে না,
বলে কালা কাইল্লা,
এতই যদি তুচ্ছ আমি,  তাইলে
বানাইলো কেন মোরে আল্লাহ"।

শোন মোনা, থামা কান্না,
খোদা নয়, দোষি এ সমাজ।
রং, ঢং জাত দিয়ে মানুষ মাপা,
এ মূর্খ সমাজের কাজ।

প্রভু করেনি এ তফাৎ কভু,
মানুষেরাই মানুষকে করেছে ভিন্ন।
কালো নস তুই, কালো মন তাদের,
টাকা আর রূপের গর্বে, গর্ব করা যাদের কর্ম।