তোমার চুলোয় পুরছে ভাত
আমার আঁধার কালো রাত
তোমার দরজায় করা নারে
আমি স্মৃতির শহরে

তোমার আচলে বাঁধা চাবি
আমার মানি ব্যাগে তোমার ছবি
তুমি অন্য কারো গৃহিণী
আজো আমার গল্পের রানী

তোমার শরীরে অন্য হাত
আমার ঘুমহীন কাটে রাত
তুমি সুখ সাগরে ভাসো
চোখ বুজিলে স্বপনে আসো

তুমি দলিলে অন্য কারো
আমি আজো বাসিভালো
তোমার মনে যন্ত্রণার পাহাড়
আমি বাঁচি, নয়ন জল করে আহার

তুমি চাইলে নাতো মিলন
আমার হাসিও দুঃখের অনল
তুমি তবুও থাকো ভালো
আমার অশ্রু হয়ে যাক কালো