ছুটে চলছে মানুষ গুলো,
পায়ে পিষে পথের ঘাস।
ক্লান্ত তবুও পাঁয়তারা তাদের;
এ যে নিজেকে গড়ার প্রয়াস।

ছেড়ে সুখ ঘুম, ভোরে উঠা,
ছেড়ে চেনা মুখ কত স্বজন,
ছুটে চলছে একই উদ্দেশ্যে;
করতে  জীবিকার আয়োজন।

মুখগুলো ঢাকা হাসির খোলসে,
ভিতরে সবে ক্লান্ত ভীষণ।
নিজেকে করে অন্য অধীনে,
স্বপ্ন  বেচে করে উপার্জন।

জীবন তাদের এক ঘেয়ে নিয়মে,
কর্মে কাটে সব সময়।
নিজেকে করেছে বিক্রি সবে,
কাগজের কাছে সব লয়।

মুদ্রার মন্ত্রে মানুষ বশ,
এ দাসত্ব চলবে চিরন্তর।
মানুষ হারিয়েছে নিজ সত্তা,
যন্ত্রতে হয়েছে রুপান্তর।