হইলো না ছুঁয়ে দেখা এই জনমে,
তোমার হাত দুই খানা।
তুমি গেলে হারাইয়া দূর অজানায়,
আর আমি হইলাম ফানা।

নিরালা প্রান্তরে উঠে তোমার কথা,
কতকটা ক্ষণেও যদি যাইতো তোমায় দেখা,
পাইনে ভুলিতে তোমার সে মুখ,
অন্তর অভ্যন্তরে আছে তা মাখা।

দেখো স্রষ্টার এ কেমন খেল,
ছিলোনা মোদের ভালোবাসায় খাদ।
তবুও হইলো না মিলন এ গল্পে,
আর পাইলাম বিচ্ছেদের স্বাদ।

আমি আজো যাই সেই গাছ বনে,
উৎকীরণে বৃক্ষে লেখা মোদের নামের অক্ষর।
চুপি চুপি কত সাক্ষাৎ,
এই বৃক্ষটিও সেই প্রণয়ের স্বাক্ষর।

কও প্রিয় মৃত্যুই তো ছিলো শ্রেয়,
তিলে তিলে মারছে তোমার স্মৃতির জহর।
খোয়াবেও করো দগ্ধ আমায়,
বিষাদে কাটে আমার প্রহর।

আইজো বিশদ চোখে ভাসে,
তোমার সে নিষ্প্রাণ বদন,
আমার তরে তোমার আত্ম হরণ,
তোমার হইলো মুক্তি, আমি পাইলাম অনন্ত কাঁদন।

হয়কো যদি পূণরায় জন্ম,
সে জনমে করবো তোমারে হাসিল,
আটকাইতে পারিবেনা কেহ আর,
শুধু বাদে মোর মরন পাচিল।