হতে চেয়েছিলাম নীল ফড়িং,
থাকতো চারটে ডানা।
যেথায় চাইতাম সেথায় উড়িতাম,
করতোনা কেউ মানা।

সবুজ ঘাসের কোলে সুইতাম,
খেতাম ফুলের কলি।
মন ভুলানো হাওয়ায় সুরে,
গাইতাম মন খুলি।

বৃষ্টি এলে হঠাৎ করে,
বসতাম গাছের ডালে।
ডানা দুইজোড়া বন্ধ করে,
হারাইতাম সুখের কালে।

থাকতো এক প্রেয়সী আমার,
ঘুরতাম দুটি মিলে,
বৃক্ষের নগরে, ফুলের ঘরে,
আর পদ্মপাতার ঝিলে।


বাঁচতাম হয়তো খুবই অল্প,
তবে থাকতো মনে সুখ।
মানব হয়ে জন্মিয়ে পেলাম,
হৃদয় ভাঙ্গা দুখ।