তাহার সাথে সাক্ষাৎ হইয়াছিলো,
পুল পাড়ের বকুল গাছটার তলে।
সে আসিতো রোজ সকালে,
সখী নিয়ে, ফুল কুড়াইবার ছলে।
কালো চুলের খোপায় বাঁধিত,
বকুল ফুলের মালা।
চোখে দিতো কাজল এঁকে,
লাগতো বড়ো ভালা।
রোজ হইতো তাহার সনে,
চোখাচোখির মিলন।
কাজল আঁকা মায়া চোখ,
কারিতো মোর মন।
সখীর সনে কথোপকথনে,
মুখে হাসি উপচে পড়িতো।
মনে হইতো, ফুলো গুলো যেন,
তারই টানেই ঝাড়িতো।
দেখিলেই তারে লাগিতো ভালো,
হৃদয়ে বাজিতো যেন বাদ্য।
বাসিতাম ভালো বকুলকন্যারে,
তবে কওয়ার ছিলো না মোর সাধ্য।
আমার জীবনে এসেছিলো সে যেন,
অকস্মাৎ এক অতিথি।
নেই সে আজ, হয়েছে বিলিন,
রইয়াছে আজো তাহার স্মৃতি।
আজো মন ডাকে আক্ষেপ,
যদি বলিতাম তাহাকে, ভেঙ্গে ভীতি।
যদি জানিতে পারিতাম একবার,
কি ছিলো তাহার অনুভূতি।
(ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন)