যাইতে আসতে, পথের ধারে,
দেখি আমার বাপের কবর খানা,
কেমন আছে, বাবা যে আমার,
যাইতো যদি একবার জানা।

শুকিয়ে গেছে বটের বৃক্ষ,
দেয়না আর সে ছায়া।
কিভাবে আমি দাঁড়াবো বলো,
নড়বড়ে আমার পায়া।

অকাল ক্ষণে গেলো বাবায়,
ছাড়িলো আমার হাত।
ভীরে মাঝে হারাই আমি,
দেখেনা কেউ অশ্রুপাত।

ওহে বাবা কেমন আছো?
মনে পরে কি আমার কথা?
তোমায় ছাড়া ব্যর্থ এ আমি,
সব সফলতাও বৃথা।

বাবা গেলে তুমি, হারাইলো সুখ,
তোমার স্বজনরাও হইলো ভিন্ন।
তুমি ছাড়া অসহায় এ আমি,
আজ সব আবদারেরা অপূর্ণ।

আমি খুবি অযোগ্য বাবা,
হতে পারিনি তোমার ভালো সন্তান,
আজ মন আক্ষেপে কাঁদে, যদি একবার,
"ভালোবাসি আব্বা" কথাটা জানাতে পারতাম।