আমি হবো রঙ্গিন প্রজাপতি,
তুমি হলে লাল জবা।
উরে উরে রং মাখাবো,
বাড়াবো তোমার শোভা।
হও যদি নিঃসঙ্গ,
আমি হবো তোমার ময়না পাখি।
কথা কবো তোমার সনে,
ডাকবো আদর মাখি।
হও যদি মন খারাপের,
গোধূলি বিকেল বেলা।
আমি আনবো, ওই আকাশে,
সোনালী মেঘের ভেলা।
হও যদি নীল জলের সমুদ্র,
আমি হবো তোমার স্রোতের ঢেউ।
ঢেউ এর বেগে তারাবো জাহাজ,
পাবে না ছুঁতে কেউ।
হও যদি তারা ভরা আকাশ,
অথবা বাগান ভরা জোনাকি।
আমিও তোমায় মুগ্ধ মনে,
রাখবো হৃদয়ে আঁকি।
হও যদি নিশ্বাস তুমি,
তোমাতেই ভরাবো হৃদপিন্ড।
রাখবো তোমায় খুব আদরে,
যেন তুমি বুক পাঁজরের এক খন্ড।
হও যদি তুমি সুন্দর ছন্দ,
বা প্রকৃতির এক ছবি।
তোমাকে লিখবো কবিতায়
আর আমি তোমার বিষন্নতার কবি।
(কবিতা টি ভালো লাগলে মন্তব্য একটি করবেন)