হঠাৎ এক সন্ধ্যায়, পথে নামলো বৃষ্টি,
আমি দৌড়ে নিলাম আশ্রয়।
আধো ভিজে কাঁপুনি দেহ,
বজ্র পাতে লাগছে দারুণ ভয়!
দূর হতে তেড়ে আসা যানের আলোয়,
চোখ দুখানা হচ্ছে ভারি।
বৃষ্টির ছিটেয় ভিজছে মুখ,
ভিজেই ছুটছে কত পথচারী।
দূর অট্টালিকার জানালায়,
এক বালিকার ছায়া ভাসে,
হাত বাড়িয়ে ছুঁতে চায় বৃষ্টি,
বৃষ্টিও ছুটে তার কাছে।
ছাতার নিচে গুটি শুটি হয়ে,
কত পথিকেরা ছুটে।
ছুটে কত দানব যানেরা,
ভিজে গন্তব্য পথে।
আমি শুনছি বৃষ্টির কথা,
বলছে কানে কানে।
'শীতল আবেশে ছোঁবো তোমায় আজ,
আসো আমার পানে'..