লিখবো আমি কবিতা,
হবো আমি কবি।
আমার কবিতা পড়বে সবে,
আঁকবে মনে ছবি।

আমি লিখবো ছন্দের গল্প,
মানুষের মনের অনুভূতি।
আমি লিখবো আমার গল্প,
জীবন নিয়েছে কত আহুতি।

শব্দ জুড়ে বাক্য গড়ে,
ছন্দ মিলাবো যেন মুক্ত।
পড়বে যে সে কইবে মনে,
হইছি কবির ভক্ত।

আমি লিখবো প্রণয়,
কখনো বিচ্ছেদের গল্প।
কখনো সুখ বা বিষণ্ণ ,
কখনো হাসি অল্প।

আমার কবিতায় মুগ্ধ হবে সবে,
বস করবে সব হৃদয়।
কবিতা দিয়ে সহস্র ভালোবাসা,
করবো আমি জয়।

লিখবো আমি কবিতা,
ছন্দে ছন্দে আলোকিত যেন রবি।
লিখবো নিজেকে সবার মনে,
হবো আমি কবি।