আঁখি চাহিবে তোমার এ চিত্র,
বহু দিন বাদে কোনো এক অবকাশে।
পরিবে মনে তোমায় নিয়ে বাঁধা কত স্মৃতি,
অনুভূতি উড়িবে হাহাকারি দীর্ঘশ্বাসে।

কি ছিলে, কি হইলে?
মন কইবে সে কথা।
নিয়তির নিয়মে শেষ সে গল্প,
বহু সময় পেরিয়েও কমবে না তার ব্যথা।

তখন বয়সের ভারে এলোমেলো সব,
তবে তোমার স্মৃতিরা প্রখর।
প্রশ্ন করবে মন কেন নেই তুমি,
কেনইবা হইলে পর?

তখন পুরনো সেই কৃষ্ণচূড়ার গাছটিও থাকিবে,
যার ফুল চেয়ে হইতো কতো কথোপকথন।
থাকিবেনা শুধু তুমি গাছ তলে,
তবে থাকবো আমি তখনও আগের মতন।

হুম বিচ্ছেদ হইবে আমাদের,
আমরা হইবো বিচ্ছিন্ন।
তবুও তুমি থাকিবে মনের এক কোণে,
কারণ নয় মোর ভালোবাসা এত নগণ্য।