শুনেছি এই ধরনী নাকি খুব রঙ্গিন, খুব নাকি সুন্দর,
সুন্দর, বৃক্ষ, বৃষ্টি, তারা, আকাশ  আর নদী বন্দর!
আমি শুধু শুনি তাদের কথা, আর তাদের সুরের ছন্দ,
পারি না তো দেখিতে,  দেখবইবা কিভাবে, আমি যে জন্মান্ধ।

পড়েছি মানুষ মনের ভাব প্রকাশে, কথা নাকি কয়,
পাখিরাও নাকি সুরে সুরে গান গেয়ে যায়।
কথপোকথনেই হয় নাকি কত বন্ধু, সন্ধি,
কিন্তু আমি তো পাই না বন্ধু,
কারণ আমি যে বাক পতিবন্ধি।

ছুটছে কত মানুষ,  হাটছে কত পথে,
দেশ বিদেশে ঘুরছে তারা, চরছে কত রথে।
আর আমি থাকি চার দেয়ালে বন্দি, ভুগি নিঃসঙ্গত্ব,
কারন আমার জীবনে ছেয়েছে অসহায় নামক পঙ্গুত্ব।
-
আহা কত বিষাদ, কি করুন তাদের দুর্ভোগ,
আর আমরা সুস্থ, তবুও জীবন নিয়ে কত অভিযোগ।
নিজের অবস্থান নিয়ে, হই না খোশ,
সুস্থতার শুকরিয়া না করে আদায়, দেই খোদা কে দোষ।

আমরা ভাবি না আমাদের এই জীবন হয়তো কারো চাওয়া,
তাই উচিৎ যা আছে,  তা নিয়ে সন্তুষ্ট হওয়া।