নগরে ছড়িয়েছে বিষাদে মহামারী,
বিরহ ঠোঁটে, নেই হাসি ;
আকাশে জমেছে দুঃখের বাদল,
ঝরছে কান্না রাশি-রাশি।
সবার মুখেই বিষন্নতা,
পরেছে মিথ্যা মুখস।
মুখসে ঢাকে চোখের পানি,
কান্নার সাথে করে আপোষ।
হৃদয় ভাঙ্গার খেলা চলে,
বিচ্ছেদ শুধু ঘুরে।
পূর্ণতার বড্ড অভাব,
এ বিষাদ নগরে।
আমি একজন ফেরিওয়ালা,
‘হাসি’ করি ফেরি।
অনুভূতি দিয়ে হাসাই সবাইকে,
আর এই নগরে ঘুরি।
হরেক পদের অনুভূতিতে ভরা,
আমার কাঁধের ঝোলা।
বিষাদ নিয়ে হাসি ফুটাই মুখে,
আমি এক ‘হাসি-ওলা’।