মনে পরে অ, আ, ক, খ পড়ার দিন,
আহারে সে সময়টা যে ছিলো কতো রঙ্গিন।
প্রথম সেই বিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষণ,
আজো ভাবলে সেই কথা আপ্লুত হয় মন।
ক্লাস রুমের ছোট খাটো, লোহার বেঞ্চ গুলি,
জানালার উপর ঘুলঘুলিতে, থাকতো বুলবুলি।
নতুন বছরের নতুন দিনে, নতুন বইয়ের ঘ্রাণ,
পড়া না পারিলে ম্যাডাম বলতেন "ধরে রাখবি কান"।
টিফিন দিলে বন্ধুরা মিলে গোল হয়ে বসে খাওয়া,
সময় গুলো আজ কেমন করে, গেলো যে সব খোয়া।
আজ আর নেই সেই হাট টিমা টিম, তার খাড়া দুটো শিং,
নেই আর আজ ক্লাস শেষে, চক চকে সেই ছলছলে নামা রেলিং
স্কুল ফাঁকি দেওয়ার জন্য আটা হয় না আর ফন্দি,
জীবন টা আজ সময় শিকলে, আসামির ন্যায় বন্দি।
নেই আর আজ ক্লাস শেষে খেলা ধুলা শোর গোল,
কত দুষ্টমি খুনশুটি সব চুপ, হারিয়েছে বন্ধু দের দল।
সকালের সে সমাবেশে, হয়না পাঠ শপথ বানী,
দিন গুলো আজ স্মরণ হইলে, নয়নে আসে পানি।
কি ছিলো সুন্দর, সোনার মতন, আমাদের সে দিন,
মনে পরিলে আত্মা কাপে যেন, শূন্য হৃদয় গহীন।
আজ মনে হয় আসলেই সঠিক, সেদিন বলেছিলো তারা,
"আজকে হারালি অমূল্য সময়, চাইলেও যাবেনা আর ফেরা"