দূর হতে ডাকে আমায়,
হাত ইশারায় কে?
নাকি ঘোর গাড়ি, মাথা ভারি,
সে কল্পনার কোনো মেয়ে?
নিশ্চুপ নদী তীরে,
বালুকায় কে হাঁটে?
তেরে আসা ঢেউ মেখে,
লুকিয়ে কে ছুটে?
বহু দিনের ক্যানভাসে,
কার এ হাসি আঁকা?
ছেড়া ডাইরির এক পাতায়,
কার নামে প্রেম লেখা?
সে কী পুরনো সেই স্মৃতি?
হারিয়ে যাওয়া প্রেয়সী
হৃদয়ের এক কোনে,
জমে থাকা রূপসী।
বিষাদের রঙ্গে ছিলো,
যার নামের আল্পনা।
আকাশের বুকে ছিলো,
মেঘ হাসির জল্পনা।
দূর হতে ডাকে আমায়,
হৃদয়ে আসে ঘোর ছেয়ে।
কার কথা ভাবে মন,
সে কী হারানো একটি মেয়ে?